Print
বাংলাদেশ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলায় মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন আক্রান্ত হয়েছে । জেলায় এ পর্যন্ত ২০৩ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৭৫ জন সুস্থ হয়েছেন। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৬৬ নলছিটি উপজেলায় ৬১ জন, রাজাপুর উপজেলায় ৪৬ জন, ও কাঠালিয়া উপজেলায় ৩০ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৬২৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৪৬৮ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ২০৩ জনের রিপোর্ট পজেটিভ ও ১২৬৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১১৪ দিনে এ পর্যন্ত ১৩১৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২৬৪ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৩ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।